দরপতনের ধারায় এমএল ডায়িং

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে এমএল ডায়িং লিমিটেড শেয়ারের দর বেড়েছে ২০ দশমিক ৬১ শতাংশ। ফলে কোম্পানিটি চলে আসে দরপতনের সাপ্তাহিক তালিকার দ্বিতীয় স্থানে। সপ্তাহজুড়ে এ কোম্পানির মোট ৩৫ কোটি ১৯ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। বাজার পযের্বক্ষণে দেখা গেছে, তালিকাভুক্তির পর তিন মাসের ব্যবধানে ডিএসইতে এমএল ডায়িংয়ের প্রতিটি ১০ টাকার শেয়ারের দর ৬০ টাকায় উন্নীত হয়। এরপর ২ ডিসেম্বর থেকে শেয়ারটির দর কমছে। দুই সপ্তাহের ব্যবধানে দর ৩৬ টাকার ঘরে নেমে আসে। বৃহস্পতিবার এমএল ডায়িং শেয়ারের সবের্শষ দর ৮ দশমিক ৫৯ শতাংশ বা ৩ টাকা ৪০ পয়সা কমে দঁাড়ায় ৩৬ টাকা ২০ পয়সায়। আজ ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় তেপান্তর হোটেল অ্যান্ড রিসোটের্ বাষির্ক সাধারণ সভা (এজিএম) আয়োজন করছে কোম্পানিটি। ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য ২০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে এমএল ডায়িংয়ের পষর্দ।