রূপালী ব্যাংকের ৩৬তম বার্ষিক সাধারণ সভা

প্রকাশ | ০৮ আগস্ট ২০২২, ০০:০০

অনলাইন ডেস্ক
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রোববার দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল পস্ন্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে সমাপ্ত বছরের শেয়ার হোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে ঘোষিত ২ শতাংশ স্টকের পরিবর্তে ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। এজিএমে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী ছানাউল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উলস্নাহ আল মাসুদ। সরকারের প্রতিনিধি হিসেবে সভায় ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মৃতু্যঞ্জয় সাহা। সভায় আরও ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম লস্কর, বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ হোসেন, রুখসানা হাসিন, মো. আহসান কিবরিয়া সিদ্দিকি, সোয়ায়েব আহমেদ ও স্বতন্ত্র পরিচালক মো. আলী আক্কাস। ব্যাংকের কোম্পানি সচিব মো. ফয়েজ আলমের সঞ্চালনায় ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন এবং উলেস্নখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল পস্ন্যাটফর্মে এজিএমে অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি