ট্রেডএক্স পস্ন্যাটফর্মে যুক্ত হলো ইবিএল

প্রকাশ | ০৯ আগস্ট ২০২২, ০০:০০

অনলাইন ডেস্ক
বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সরবরাহকারীদের জন্য চলতি মূলধন প্রাপ্তি সহজতর করার লক্ষ্য নিয়ে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) অনলাইন সাপস্নাই চেইন অর্থায়ন পস্ন্যাটফর্ম- ট্রেডএক্সের সঙ্গে যুক্ত হয়েছে। এখন থেকে ইবিএল অন্যান্য বাংকিং ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এই ফ্যাক্টরিং পস্ন্যাটফর্মে 'বিড' করবে। সম্প্রতি, ঢাকায় এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং ট্রেডএক্সের প্রতিষ্ঠাতা কোম্পানি থিংক বিগ সলু্যসন্স লিমিটেডের প্রধান নির্বাহী রাজা দেবনাথ। ইবিএল হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অব অ্যাসেট অ্যান্ড রিকভারি তাসনিম হোসেন এবং থিংক বিগ সলু্যসন্সের চিফ বিজনেস অফিসার আব্দুল মাবুদ তুষারসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি