বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চিনিশিল্প সংস্থায় জাতীয় শোক দিবসের আলোচনা

নতুনধারা
  ১৮ আগস্ট ২০২২, ০০:০০

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে বিএসএফআইসির চিনিশিল্প ভবন-১ এর ৯ম তলার আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতির পিতাসহ ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আ. গফুর।

এরপরেই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থা চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপু। তিনি বঙ্গবন্ধুর স্মৃতিচারণের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধে বিজয়ের পেছনে বঙ্গবন্ধুর দেশের দলমত নির্বিশেষে সবাইকে একতাভুক্ত করতে পারার আসধারণ ক্ষমতার কথা তুলে ধরেন। তিনি সভায় আর ও উলেস্নখ করেন যে, বঙ্গবন্ধু সারাজীবন দেশের জন্য দিয়ে গেছেন। সেই বঙ্গবন্ধুকে সপরিবারে জীবন দিতে হলো এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই। আরও বক্তব্য রাখেন সংস্থার পরিচালক (অর্থ) এবং যুগ্মসচিব খোন্দকার আজিম আহমেদ এনডিসি, পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) মো. আশরাফ আলী, সংস্থার সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার, চিফ অব পার্সোনেল মো. রফিকুল ইসলাম, বিএসএফআইসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মো. আতাউর রহমান খান, বিএসএফআইসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডক্টর মুহাম্মদ মহসিন আলী মন্ডল (প্রিন্স), বিএসএফআইসি ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটি সভাপতি মো. মজিবুর রহমান, বিএসএফআইসি কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সভাপতি মো. খোরশেদ আলম এবং বিএসএফআইসি কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সাধারণ সম্পাদক জিএম কবির। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে