নতুন বছরে মাইলফলক অজের্নর টাগের্ট ওয়ালটনের

প্রকাশ | ০২ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
চলতি বছর বাংলাদেশের ফ্রিজ বাজারে নতুন মাইলফলক অজের্নর টাগের্ট নিয়েছে ওয়ালটন। নিয়েছে বিশেষ বিপণন কমর্সূচি। ওয়ালটন যার নাম দিয়েছে ‘১৯ এ ২০’। অথার্ৎ ২০১৯ সালে ২০ লাখ বা ২ মিলিয়ন ফ্রিজ বিক্রির টাগের্ট নিয়েছে বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। সূত্রমতে, বাংলাদেশের বাজারে সিংহভাগ ফ্রিজ বিক্রি করে ওয়ালটন। গত বছর তারা ফ্রিজ বিক্রি করেছিল প্রায় ১৫ লাখ। চলতি দশকে স্থানীয় বাজারে ওয়ালটনের মাকের্ট শেয়ার প্রায় ৭৫ শতাংশ। ওয়ালটনরে প্রতিদ্ব›দ্বী এখন ওয়ালটনই। প্রতি বছরই তারা নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। আর ২০১৯ সালে ২০ লাখ ফ্রিজ বিক্রির নতুন মাইলফলক অজের্নর লক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতিও নিয়েছে। নিজস্ব কারখানায় তৈরি করবে বিশ্বের সবচেয়ে দামি বা গেøাবাল মডেলের ফ্রিজ। ওয়ালটনের এসব ফ্রিজ হবে বিশ্বের সবার্ধুনিক প্রযুক্তির ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও সৃজনশীল ডিজাইনের। অন্যান্য গেøাবাল ব্র্যান্ডের ফ্রিজের চেয়ে উন্নতমানের হলেও, দাম হবে অনেক সাশ্রয়ী। দেশের বাজারে টাগের্ট পূরণের জন্য নেয়া হয়েছে বিশেষ কমূর্সূচি। ইতোমধ্যে, কারখানার উৎপাদন থেকে শুরু করে বিপণন বিভাগ পযর্ন্ত সবর্ত্র যুগোপযোগী ও আধুনিক কমর্-পরিকল্পনা নিয়েছে ওয়ালটন। উৎপাদন প্রক্রিয়া, গবেষণা ও উন্নয়ন (আরএনডি), মান নিয়ন্ত্রণ বা কোয়ালিটি কন্ট্রোলসহ (কিউসি) বিভিন্ন বিভাগে স্থাপন করা হয়েছে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজ ও যন্ত্রপাতি। গ্রাহকদের হাতে সৃজনশীল ডিজাইনের গেøাবাল মডেলের পণ্য তুলে দিতে ইলেকট্রনিক্স খাতের দেশি-বিদেশি বিশেষজ্ঞরা কাজ করছেন। ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম জানান, ২০১৯ সাল হবে বাংলাদেশের বাজারে ওয়াটনের বিশাল মাইলফলক অজের্নর বছর। শুরু হবে বিশ্ব বাজারে সেরা ব্র্যান্ড হওয়ার যাত্রা। এ লক্ষে রোডম্যাপ তৈরি হয়ে গেছে। গ্রাহকদের জন্য সাশ্রয়ী দামে বিশ্বের লেটেস্ট প্রযুক্তির গেøাবাল মডেলের নতুন ফ্রিজ বাজারে আনবে ওয়ালটন।