আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আরও বড় পরিসরে গ্রাহকদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে মুন্সীগঞ্জে অগ্রণী ব্যাংক লিমিটেডের শ্রীনগর শাখা নতুন ঠিকানা শ্রীনগর পস্নাজায় স্থানান্তরিত হয়েছে। মঙ্গলবার অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ঠিকানায় কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান গাজী। সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক লিমিটেড ঢাকা সার্কেলের মহাব্যবস্থাপক মো. ফজলে খোদা। এ সময় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের অঞ্চল প্রধান মো. আনোয়ার হোসেন, শ্রীনগর শাখার ব্যবস্থাপক রেজাউল করিম এবং শাখার গ্রাহকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি