ঢাকা ব্যাংক ও ব্র্যাক ইউনিভাসিির্টর মধ্যে চুক্তি

প্রকাশ | ০৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিবার্হী কমর্কতার্ সৈয়দ মাহবুবুর রহমান, ব্র্যাক ইউনিভাসিির্টর ট্রেজারার শিব নারায়ণ কেয়ারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ব্র্যাক ইউনিভাসিির্টর ক্যাম্পাসে গত ১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এই চুক্তির আওতায় ব্র্যাক ইউনিভাসিির্টর শিক্ষাথীর্রা ঢাকা ব্যাংকের সব শাখার মাধ্যমে তাদের শিক্ষার ফি কোনো জমা রসিদ পূরণ ছাড়াই প্রদান করতে পারবে। ফি জমা পর প্রয়োজনীয় তথ্যসহ ব্যাংক সিস্টেম তৈরি পেমেন্ট নিশ্চিতকরণ রসিদ প্রদান করবে। ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক এবং ব্র্যাক ইউনিভাসিির্টর পরিচালক, ফাইন্যান্স মনোজিত কুমার ওঝা, এফসিএ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। ব্যাংকের রিটেইল বিজনেস বিভাগের প্রধান মো. শাফকাত হোসাইন, ইভিপি ও মহাখালী শাখার ব্যবস্থাপক মোস্তফা হোসেন এবং ব্র্যাক ইউনিভাসিির্টর রেজিস্ট্রার লে. কনের্ল (অব.) মো ফয়জুল ইসলাম, আইটি বিভাগের প্রধান এন.আই.এম আলমগীর, পরীক্ষা নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিম, এফসিএমএসহ উভয় প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কমর্কতার্রা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি