খোরশেদ আলম এনআরবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক

প্রকাশ | ০৪ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
খোরশেদ আলম
মো. খোরশেদ আলম এনআরবি ব্যাংক লিমিটেডের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। এনআরবি ব্যাংকে যোগদানের পূবের্ খোরশেদ আলম ইস্টাণর্ ব্যাংক লিমিটেডে সিনিয়ির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমর্রত ছিলেন। ২৩ বছরের কমর্ময় জীবনে তিনি ব্যাংকের শাখা ব্যবস্থাপক, ক্রেডিট রিক্স ম্যানেজমেন্ট এসএমই ব্যাংকিং, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্টসহ বহুমুখী কাজের অভিজ্ঞতায় সমৃদ্ধ। মো. খোরশেদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে অনাসর্ এবং মাস্টাসর্ সম্পন্ন করে ১৯৯৬ সালে ইস্টানর্ ব্যাংক লিমিটেডে ২য় ব্যাচ ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগদান করেন। ইস্টানর্ ব্যাংকে থাকাকালে তিনি ঢাকা ও চট্টগ্রামে শাখা ব্যবস্থাপক, এসএমই ডিপাটের্মন্ট, করপোরেট রিস্ক, সিআরএম এবং স্পেশাল অ্যাসেন্ট ম্যানেজমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূণর্ বিভাগের প্রধান হিসাবে কমর্রত ছিলেন। মো. খোরশেদ আলম ওমেগা যুক্তরাজ্যের একজন সাটির্ফাইড ক্রেডিট স্পেশালিস্ট (সিএসএ) এবং ওয়াকের্প্লস স্কিল ডেভেলপমেন্ট, নিউজিল্যান্ডের একজন সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তজাির্তক সংস্থার হয়ে বেসরকারি ব্যাংক ও এসএমই উদ্যোক্তাদের জন্য সেমিনার ও কমর্শালা পরিচালনা করেছেন। বিজ্ঞপ্তি