তিন দিনে ১০ হাজার কোটি টাকা মূলধন বেড়েছে ডিএসইর

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
একাদশ জাতীয় সংসদ নিবার্চনের পর শেয়ারবাজারে টানা ঊধ্বর্মুখিতার দেখা মেলায় গত সপ্তাহের মাত্র তিন কাযির্দবসে (১ থেকে ৩ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০ হাজার কোটি টাকার ওপরে বাজার মূলধন বেড়েছে। সংসদ নিবার্চন ও ব্যাংক হলিডে উপলক্ষ্যে গত সপ্তাহে ২ কাযির্দবস কম লেনদেন হয়। তবে লেনদেন হওয়া তিন কাযির্দবসই শেয়ারবাজার ছিল ঊধ্বর্মুখী। ফলে ডিএসইর প্রধান মূল্যসূচক বেড়েছে প্রায় চার শতাংশ। অন্য দুটি সূচকেরও বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহের শেষ কাযির্দবস শেষে বৃহস্পদিবার ডিএসইর বাজার মূলধন দঁাড়ায় ৩ লাখ ৯৭ হাজার ৮৪৩ কোটি টাকায়। যা তার আগের সপ্তাহের শেষ কাযির্দবসে ছিল ৩ লাখ ৮৭ হাজার ২৯৫ কোটি টাকা। অথার্ৎ এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৬৪৮ কোটি টাকা। এদিকে গত সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২০৪ দশমিক ৪৩ পয়েন্ট বা ৩ দশমিক ৮০ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি বাড়ে ১২০ দশমিক ৩২ পয়েন্ট বা ২ দশমিক ২৯ শতাংশ। অপর দুটি সূচকের মধ্যে গত সপ্তাহে ডিএসই-৩০ আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ৬১ দশমিক ২১ পয়েন্ট বা ৩ দশমিক ২৫ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি বাড়ে ৩৮ দশমিক ৬৭ পয়েন্ট বা ২ দশমিক ১০ শতাংশ। আর ডিএসই শরিয়াহ্ সূচক বেড়েছে ৩৮ দশমিক ৫৪ পয়েন্ট বা ৩ দশমিক ১৩ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি বাড়ে ২৩ দশমিক ৪৫ পয়েন্ট বা ১ দশমিক ৯৪ শতাংশ। গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে ৩১২টির দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ২৯টির এবং অপরিবতির্ত রয়েছে ৬টির দাম। এদিকে সপ্তাহের প্রতি কাযির্দবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৭১৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ান। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৪০৯ কোটি ৪১ লাখ টাকা। অথার্ৎ প্রতি কাযির্দবসে গড় লেনদেন বেড়েছে ৩০৭ কোটি ৭৭ লাখ টাকা বা ৭৫ দশমিক ১৭ শতাংশ। আর গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ১১৫ কোটি ৫৪ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ১ হাজার ৬৩৭ কোটি ৬৪ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন বেড়েছে ৪৭৮ কোটি ৯০ লাখ টাকা বা ৩১ দশমিক ৩৮ শতাংশ। গত সপ্তাহে মোট লেনদেনের ৮৩ দশমিক ৬৯ শতাংশই ছিল ‘এ’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের দখলে। এ ছাড়া বাকি ৬ দশমিক ৭৪ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ৭ দশমিক ২৬ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ২ দশমিক ৩১ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের। সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিবিএস কেবলসের শেয়ার। কোম্পানিটির ৮৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা সপ্তাহজুড়ে হওয়া মোট লেনদেনের ৪ দশমিক ১৩ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর শেয়ার লেনদেন হয়েছে ৭৭ কোটি ২৫ লাখ টাকার, যা সপ্তাহের মোট লেনদেনের ৩ দশমিক ৫৯ শতাংশ। ৭৬ কোটি ৫৮ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল। লেনদেনে এরপর রয়েছে- সায়হাম কটন, ইফাদ অটোস, খুলনা পাওয়ার কোম্পানি, জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, শেফাডর্ ইন্ডাস্ট্রিজ এবং বিডিকম অনলাইন।