দুবর্ল কোম্পানির শেয়ারের চাহিদা বেড়েছে

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কাছে পছন্দের শীষর্ তালিকায় প্রাধান্য ছিল ‘জোড’ গ্রæপের কোম্পানির। শতাংশের হিসাবে সপ্তাহটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীষর্ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ‘জেড’ গ্রæপের কোম্পানি রয়েছে সাতটি। বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়া কোম্পানিকে ‘জেড’ গ্রæপের অন্তভুর্ক্ত করা হয়। এ গ্রæপে থাকা কোম্পানিগুলোকে পঁচা বা সব থেকে দুবর্ল কোম্পানি হিসেবে বিবেচনা করা হয়। দাম বাড়ার শীষর্ দশে স্থান করে নেয়া ‘জেড’ গ্রæপের কোম্পানির মধ্যে রয়েছে- সাভার রিফ্যাকটরিজ, বেক্সিমকো সিনথেটি, সি অ্যান্ড এ টেক্সটাইল, তাল্লু স্পিনিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, এমারেল্ড অয়েল এবং শ্যামপুর সুগার মিল। এর মধ্যে দাম বাড়ার তালিকায় সবার ওপরে স্থান করে নিয়েছে লোকসানি সাভার রিফ্যাকটরিজ কোম্পানি। বছরের পর বছর ধরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেয়া সাভার রিফ্যাকটরিজের শেয়ার বিনিয়োগকারীদের পছন্দের শীষর্ তালিকায় উঠে আসায় সপ্তাহজুড়ে মূল্যে বড় ধরনের উত্থান ঘটেছে। শেয়ার মূল্য বড় ধরনের উত্থান হওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করতে চাননি। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৪ লাখ টাকা। আর প্রতি কাযির্দবসে গড়ে লেনদেন হয়েছে ১৮ লাখ টাকা। এদিকে কোম্পানিটির শেয়ার দাম সপ্তাহজুড়ে বেড়েছে ২৯ দশমিক ৬৩ শতাংশ।