চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ

প্রকাশ | ১২ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের প্রভাব পড়েছে চীনা প্রতিষ্ঠানগুলোতে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে চীনের ২০০ বিলিয়ন ডলারের পণ্যের তালিকা করে সেসব পণ্যে শুল্কারোপ করেছে। এর তীব্র প্রভাব পড়তে পারে আগামী সেপ্টেম্বর নাগাদ। বসে থাকেনি চীনও। তারাও যুক্তরাষ্ট্রের বিশেষ বিশেষ পণ্যের ওপর শুল্কারোপ করে ‘প্রতিশোধ’ নেয়ার চেষ্টা করছে। খাদ্যপণ্য, পানীয়, হ্যান্ডব্যাগ ও ভোক্তাপণ্য মিলে দু’দেশের শুল্কারোপের গ্যাঁড়াকলে আছে ৬ হাজারেরও বেশি পণ্য। চীন ইতোমধ্যে বলে দিয়েছে, ওয়াশিংটনের এমন আচরণ একেবারেই অগ্রহণযোগ্য। ছবিতে চীনের একটি হ্যান্ডব্যাগ তৈরির কারখানায় কয়েকজন শ্রমিককে কাজ করতে দেখা যাচ্ছে। এই কারখানার উৎপাদিত পণ্য সাধারণত যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়ে থাকে। বিবিসি