গোল্ডেন হারভেস্টের বোনাস লভ্যাংশ বিওতে জমা

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সবের্শষ সমাপ্ত হিসাব বছরের বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময় কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২২ টাকা ৩১ পয়সা। ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত বাষির্ক সাধারণ সভায় (এজিএম) এর অনুমোদন দেয়া হয়েছে বলে জানা যায়। হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৫ পয়সা, যেটা আগের বছর একই সময় ছিল ৬১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০১৮-এর এনএভিপিএস দঁাড়িয়েছে ২২ টাকা ৯৬ পয়সায়। গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে। আলোচ্য সময় ইপিএস ১ টাকা ৮৯ পয়সা, আগের বছর যেটা ছিল ১ টাকা ৮০ পয়সা। ডিএসইতে গতকাল গোল্ডেন হারভেস্ট শেয়ারের সবের্শষ ৪ দশমিক ২৩ শতাংশ বা ১ টাকা ৩০ পয়সা বেড়ে দঁাড়ায় ৩২ টাকায়। এক বছরে শেয়ারটির সবির্নম্ন দর ছিল ২৮ টাকা ২০ পয়সা এবং সবোর্চ্চ দর ৪৫ টাকা ২০ পয়সা। ২০১৩ সালে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট এগ্রোর পরিশোধিত মূলধন ১০৯ কোটি টাকা। রিজাভর্ ৭৮ কোটি ২৬ লাখ টাকা। মোট শেয়ারের ৩৩ দশমিক শূন্য ৩ শতাংশের উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রতিষ্ঠান ৪২ দশমিক ৫৭ ও বাকি ২৪ দশমিক ৪০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। সবের্শষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে শেয়ারটির মূল্য আয় অনুপাত বা পিই রেশিও ১৮ দশমিক ৭৮। অনিরীক্ষিত আথির্ক প্রতিবেদনের ভিত্তিতে যা ১২ দশমিক ৪২।