মেঘনা পেট্রোলিয়ামের এজিএম ১২ জানুয়ারি

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের বাষির্ক সাধারণ সভা (এজিএম) ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সরকারের জ্বালানি কোম্পানিটির পরিচালনা পষর্দ ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। সমাপ্ত হিসাব বছরে এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ টাকা ৩০ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১১৩ টাকা ২০ পয়সা। ১২ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের সিটি হল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে কোম্পানিটির এজিএম। এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) মেঘনা পেট্রোলিয়ামের ইপিএস হয়েছে ৮ টাকা ৬ পয়সা, এক বছর আগে একই সময় যা ছিল ৬ টাকা ৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর এর এনএভিপিএস দঁাড়ায় ১২১ টাকা ২৬ পয়সায়। ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় মেঘনা পেট্রোলিয়াম। আলোচ্য সময় এর ইপিএস ছিল ২০ টাকা ২৮ পয়সা এবং এনএভিপিএস ৯১ টাকা ৩৫ পয়সা। জ্বালানি খাতের সরকারি প্রতিষ্ঠানটি ২০১৬ হিসাব বছরের জন্য ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। সে বছর কোম্পানিটির ইপিএস ছিল ১৭ টাকা ১০ পয়সা এবং এনএভিপিএস দঁাড়ায় ৮১ টাকা ১১ পয়সায়।