উৎপাদন ক্ষমতা বাড়াবে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, কোম্পানিটি প্রতি মাসে ১৫ মেট্রিক টন উৎপাদন বৃদ্ধি করবে। এই উৎপাদন বৃদ্ধি করতে কোম্পানিটি কিছু মূলধনী যন্ত্রপাতি স্থাপন করবে। এর মধ্যে লুমস ২০ সেট, নেডল লুম ৬ সেট, সুইং মেশিন ৩৫ সেট, টুইস্টিং মেশিন, বেল প্রেস, এয়ার ওয়াশ মেশিন, লুপ কাটিং মেশিন, লিনার সেপিং মেশিন, বেফল পাঞ্চিং মেশিন ১ সেট, এয়ার কুলিং মেশিন সিস্টেম ১ ইউনিট, ফেব্রিক কাটিং মেশিন এবং শ্রিঙ্ক রেপিং মেশিন ২ সেট। এসব যন্ত্রপাতির সঙ্গে আরও অন্যান্য আনুষঙ্গিক এক্সেসরিজের প্রয়োজন হবে বলে কোম্পানিটি জানিয়েছে। জানা যায়, সিনোবাংলার উৎপাদন ক্ষমতা বাড়াতে মোট ১৫ কোটি টাকা ব্যয় হবে। আর এই অথর্ কোম্পানির নিজস্ব তহবিল এবং ব্যাংক লোনের মাধ্যমে জোগাড় করা হবে। সবের্শষ রেটিং অনুসারে কোম্পানিটির ঋণমান দীঘের্ময়াদে ‘এ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-থ্রি’। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আথির্ক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর পযর্ন্ত অনিরীক্ষিত আথির্ক প্রতিবেদন এবং আনুষঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এই মূল্যায়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সাভিের্সস লিমিটেড (সিআরআইএসএল)। হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা। যেটা এর আগের বছর একই সময় ছিল ২৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০১৮ কোম্পানিটির এনএভিপিএস দঁাড়িয়েছে ২৭ টাকা ২৯ পয়সায়।