শেয়ারবাজারে উল্লম্ফন চলছেই

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
টানা উল্লম্ফন দেখা দিয়েছে শেয়ারবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবক’টি মূল্যসূচকের উল্লম্ফন হয়েছে। উভয় বাজারে নতুন বছরে লেনদেন হওয়া চার কাযির্দবসেই উল্লম্ফন ঘটল। আর শেষ ১১ কাযির্দবস টানা ঊধ্বর্মুখী থাকল শেয়ারবাজার। মূল্যসূচকের টানা ঊধ্বর্মুখিতার পাশাপাশি লেনদেনেও তেজিভাব দেখা দিয়েছে। তিনশ’ থেকে চারশ’ কোটি টাকার ঘরে নেমে যাওয়া ডিএসইর লেনদেন রোববার (৬ জানুয়ারি) হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। মূল্যসূচক ও লেনদেনের বড় উত্থানের পাশাপাশি ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া ২৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে কমেছে ৬২টির। আর ১৯টির দাম অপরিবতির্ত রয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৮৭ পয়েন্টে দঁাড়িয়েছে। অপর দুটি মূল্যসূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৫ পয়েন্টে দঁাড়িয়েছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৩২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৪ পয়েন্টে অবস্থান করছে। দিনভর বাজারে লেনদেন হয়েছে ১ হাজার ২৬ কোটি ৭৬ লাখ টাকা। আগের কাযির্দবসে লেনদেন হয় ৯২৪ কোটি ৯০ লাখ টাকা। সে হিসাবে আগের কাযির্দবসের তুলনায় লেনদেন বেড়েছে ১০১ কোটি ৮৬ লাখ টাকা। টাকার অংকে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বিবিএস ক্যাবলসের শেয়ার। কোম্পানিটির ৩১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইলের ২৯ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।