টয়ো নিটেক্সের বাষির্ক সাধারণ সভা

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
টয়ো নিটেক্স (সিইপিজেড) লিমিটেডের ২৭তম বাষির্ক সাধারণ সভা গত ২৮ ডিসেম্বর চুয়াডাঙ্গায় বঙ্গজ লিমিটেডের ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালক মো. মাহবুব-উল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির নিবার্হী পরিচালক ও সচিব এসএম শহীদ-উল-আরেফীন। সব এজেন্ডা শেয়ারহোল্ডারের সবর্সম্মতিতে অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি