প্যাসিফিক ডেনিমসের ৪ পরিচালককে ১২ লাখ টাকা জরিমানা

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) উত্তোলিত অথর্ অপব্যবহারের কারণে প্যাসিফিক ডেনিমসের ৪ পরিচালককে ৩ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৬৮তম নিয়মিত সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানিটির চেয়ারম্যান মো. সাদেকুল আলম, ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজম, পরিচালক মো. সোহেল খান ও প্রতিনিধি পরিচালক এমএ কামাল ভূইয়াকে জরিমানা করা হয়েছে। এদের প্রত্যেককে ৩ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্যাসিফিক ডেনিমস কতৃর্পক্ষ আইপিও’র অথর্ দিয়ে যথাসময়ে ঋণ পরিশোধ করেনি বলে বিএসইসির বিশেষ নিরীক্ষায় উঠে এসেছে। এ ছাড়া সম্মতিপত্রের শতর্ ভঙ্গ করে ৫৯ লাখ টাকা নগদে খরচ করেছে। এর মাধ্যমে প্যাসিফিক ডেনিমস কমিশনের পত্র নং-বিএসইসি/সিঅঅই/আইপিও-২৩১/২০১৪/৬৩২ এর পাটর্ সি এর প্যারা ২,৫ ও ৬ লংঘন করেছে। কমিশনের নিযুক্ত বিশেষ নিরীক্ষককে সহায়তা করেনি প্যাসিফিক ডেনিমস। এ ছাড়া আইপিওতে উত্তোলিত অথের্র ২০ কোটি ৯৮ লাখ টাকা ভবন নিমাের্ণ অপব্যবহার করেছে এবং কমিশনে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর সেকশন ১৮ ভঙ্গ করেছে।