আজ ডেসকোর এজিএম

প্রকাশ | ১২ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের বাষির্ক সাধারণ সভা (এজিএম) আজ অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে এ কোম্পানি। সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৭ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৪০ টাকা ১৩ পয়সা। আজ সকাল ১০টায় মিরপুরের পিএসসি কনভেনশন হলে এর এজিএম অনুষ্ঠিত হবে। রেকডর্ ডেট ছিল গত ২২ নভেম্বর। হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এ কোম্পানির ইপিএস হয়েছে ৯৫ পয়সা, যা এর আগের বছর একই সময় ছিল ৫৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০১৮ কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪১ টাকা ৯ পয়সা। ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আথির্ক প্রতিবেদন পযাের্লাচনা করে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সরকারের বিদ্যুৎ বিতরণ কোম্পানিটি। সে হিসাব বছরে ডেসকোর ইপিএস ছিল ৪৪ পয়সা। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৫৬ লাখ ৯০ হাজার টাকার। এর রিজাভের্ রয়েছে ১ হাজার ১০৪ কোটি ৫৮ লাখ টাকা।