ভারত থেকে তিন পণ্য আমদানির পরিমাণ নির্ধারণে কমিটি

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২৩, ০০:০০

অর্থ-বাণিজ্য ডেস্ক
দেশের চাহিদা মেটাতে ভারত থেকে তিন পণ্য আমদানির পরিমাণ নিরূপণে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এই তিন পণে?্যর মধ্যে রয়েছে চাল, গম ও চিনি। গঠিত এই কমিটি নির্ধারণ করে দেবে কোন পণ্য কী পরিমাণ আমদানি করা যাবে। বাণিজ্য মন্ত্রণালয় এর আগে সাতটি নিত্যপণ্যের আমদানি কোটা সুবিধা চেয়ে ভারতকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল। এই পণ্যগুলোর মধ্যে ছিল চাল, গম, চিনি, পেঁয়াজ, ডাল, আদা ও রসুন। বাংলাদেশের পণ্য আমদানির প্রস্তাবটিতে চাল, গম ও চিনির সম্ভাব্য পরিমাণ বেশি হওয়ায় ভারত সরকার তাতে আপত্তি জানায়। এরই প্রেক্ষাপটে মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। সভা শেষে এতে অংশ নেওয়া একজন কর্মকর্তা বলেন, পাঁচ সদস্যের কমিটি আগামী ১০ দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দেবে। ওই কমিটি গত ১০ বছরের ডাটা বিশ্লেষণ করে তিনটি পণ্যের আমদানির পরিমাণটা নির্ধারণ করবে।