পূবালী ব্যাংককে রেমিট্যান্স পদক প্রদান

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক
২০২২ সালে রেমিট্যান্স সংগ্রহে বিশেষ অবদান রাখার জন্য পূবালী ব্যাংক লিমিটেডকে 'রেমিট্যান্স পদক' প্রদান করেছে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)। রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি কর্তৃক আয়োজিত 'ব্রান্ডিং বাংলাদেশ' শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের নিকট থেকে ক্রেস্ট গ্রহণ করেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। সেন্টার ফর এনআরবি'র চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে লন্ডন ওয়ারদিং কাউন্সিলের মেয়র হেনা চৌধুরী, লন্ডন বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র ফারুক চৌধুরী, বাংলাদেশ নৌ-বাহিনীর সাবেক প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল মাশিহুজ্জামান সেরনিয়াবাত, আর্মড ফোর্সেস ডিভিশন-এর সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মো. মাইনুল ইসলাম, বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি একেএম শহিদুল হক উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি