পঁাচ কোম্পানির বিষয়ে ডিএসইর সতকর্ বাতার্

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
পুঁজিবাজারে তালিকাভুক্ত পঁাচটি কোম্পানির শেয়ারের দাম কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে বলে বিনিয়োগকারীদের সতকর্ করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কতৃর্পক্ষ। বৃহস্পতিবার ডিএসই থেকে এ পঁাচটি কোম্পানির বিষয়ে পৃথক পৃথক পঁাচটি বাতার্ প্রকাশ করা হয়। ডিএসই জানিয়েছে, কোম্পানিগুলোর শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার পেছনের কারণ জানতে চেয়ে গত ১৬ জানুয়ারি নোটিশ পাঠানো হয়। এর জবাবে প্রতিটি কোম্পানির কতৃর্পক্ষ জানিয়েছে স¤প্রতি প্রতিষ্ঠানের শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে তার জন্য তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির তথ্য অনুযায়ী, কোনো প্রকার মূল্য সংবেদশীল তথ্য না থাকার পর শেয়ার দাম অস্বাভবিক হারে বাড়া পঁাচটি কোম্পানির মধ্যে রয়েছে- কণর্ফুলী ইন্স্যুরেন্স, বিডি ওয়েল্ডিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইস্টানর্ ইন্স্যুরেন্স এবং সায়হাম টেক্সটাইল। কণর্ফুলী ইন্স্যুরেন্স: ৭ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পযর্ন্ত কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৫ টাকা ২০ পয়সা। এটাকেই অস্বাভাবিক বলছে ডিএসই। কোম্পানিটির মোট শেয়ারের ৩০ দশমিক ১৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৫৫ দশমিক ৪৬ শতাংশ শেয়ার। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৩৬ শতাংশ শেয়ার আছে। বিডি ওয়েল্ডিং: জেড গ্রæপের কোম্পানিটির শেয়ার দাম ১৪ থেকে ১৬ জানুয়ারি এই দুই কাযির্দবসে বেড়েছে ৩ টাকা। এটাকেই অস্বাভাবিক বলছে ডিএসই। কোম্পানিটির মোট শেয়ারের ৩১ দশমিক শূন্য ১ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৬৫ দশমিক ৩৯ শতাংশ শেয়ার। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২ দশমিক ৮৮ শতাংশ এবং বিদেশিদের কাছে আছে দশমিক ৭২ শতাংশ শেয়ার আছে। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স: ৭ থেকে ১৬ জানুয়ারি পযর্ন্ত কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫ টাকা ৮০ পয়সা। এটাকেই অস্বাভাবিক বলছে ডিএসই। কোম্পানিটির মোট শেয়ারের ৫০ দশমিক ৭৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৪৭ দশমিক ৭৩ শতাংশ শেয়ার। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক ৩৬ শতাংশ এবং বিদেশিদের কাছে দশমিক ১৭ শতাংশ শেয়ার আছে। ইস্টানর্ ইন্স্যুরেন্স: কোম্পানিটির শেয়ার দাম ১৪ থেকে ১৬ জানুয়ারি এই দুই কাযির্দবসে বেড়েছে ৬ টাকা ৬০ পয়সা। এটাকেই অস্বাভাবিক বলছে ডিএসই। কোম্পানিটির মোট শেয়ারের ৫০ দশমিক ৯০ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ২১ দশমিক ৩১ শতাংশ শেয়ার। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৭ দশমিক ৭৯ শতাংশ শেয়ার আছে। সায়হাম টেক্সটাইল: কোম্পানিটির শেয়ার দাম ১০ থেকে ১৬ জানুয়ারির মধ্যে বেড়েছে ১০ টাকা ৭০ পয়সা। এটাকেই অস্বাভাবিক বলছে ডিএসই। কোম্পানিটির মোট শেয়ারের ৩৩ দশমিক ৭০ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ২৩ দশমিক ১৮ শতাংশ শেয়ার। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪৩ দশমিক ১২ শতাংশ শেয়ার আছে।