বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই কোম্পানির বোনাস লভ্যাংশ প্রেরণ

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

পুঁজিবাজারে তালিকাভুক্ত দু'টি কোম্পানির ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। ফলে কোম্পানিগুলোর লভ্যাংশ বিও হিসাবে জমা হয়েছে। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

কোম্পানিগুলো হলো- কপারটেক ইন্ডাস্ট্রিজ ও এইচ আর টেক্সটাইল।

রোববার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিগুলো ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।

প্রসঙ্গত, আলোচ্য বছরে কপারটেক ইন্ডাস্ট্রিজ ৮ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৪ শতাংশ বোনাস। এইচ আর টেক্সটাইল ১৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ১০ শতাংশ বোনাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে