এনআরবিসি ব্যাংকের বাষির্ক ব্যবসায়িক সম্মেলন

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
এনআরবি কমাশির্য়াল ব্যাংক লিমিটেডের (এনআরবিসি) দুই দিনব্যাপী বাষির্ক ব্যবসায়িক সম্মেলন-২০১৯ শেষ হয়েছে। ১৮ ও ১৯ জানুয়ারি সাভারের ব্র্যাক সিডিএমে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান তমাল এস এম পারভেজ। ব্যাংকের দেশব্যাপী ৬৮টি শাখার ব্যবস্থাপক ও প্রধান কাযার্লয়ের নিবার্হী ও বিভাগীয় প্রধানদের অংশগ্রহণে সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিবার্হী খন্দকার রাশেদ মাকসুদ। সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক ও নিবার্হী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, পরিচালক মোহাম্মদ নাজিম। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজি মো. তালহা ও মো. মুখতার হোসেন। উক্ত সম্মেলনে চলতি বছরের ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নিধার্রণ, সাবির্ক ব্যবসার উন্নয়ন তথা ঋণের গুণগত মান উন্নয়নসহ নানা ধরনের দিকনিদের্শনা প্রদান করা হয়। উল্লেখ্য, বিগত ২০১৮ সালে ব্যাংক ২০১.৭৫ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। বিজ্ঞপ্তি