উৎপাদন ক্ষমতা দ্বিগুণ হচ্ছে এমআই সিমেন্টের

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানি এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড (ক্রাউন সিমেন্ট) তার উৎপাদনক্ষমতা বাড়িয়ে প্রায় দ্বিগুণ করবে। গত ১৭ জানুয়ারি, বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পষের্দর বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কোম্পানিটি মুন্সীগঞ্জের মুক্তারপুরে কারখানা প্রাঙ্গণে নতুন একটি ইউনিট স্থাপন করবে। এটি হবে কোম্পানির ৬ষ্ঠ সিমেন্ট ইউনিট। এর দৈনিক উৎপাদনক্ষমতা ৮ হাজার ৪০০ টন। এই ইউনিটটি চালু হওয়ার পর এমআই সিমেন্ট ফ্যাক্টরির দৈনিক সিমেন্ট উৎপাদনক্ষমতা ১১ হাজার মেট্রিক টন থেকে বেড়ে ১৯ হাজার ৪শ মেট্রিক টন হবে। উৎপাদনক্ষমতা বাড়বে প্রায় ৭৬ শতাংশ। আলোচিত ইউনিটটি স্থাপন করতে প্রায় ৬শ কোটি টাকা ব্যয় হবে। আগামী ২০২১ সালের ১ জানুয়ারি নতুন ইউনিটটি বাণিজ্যিক উৎপাদনে যেতে পারে।