শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
শেয়ারবাজার

সূচক বাড়লেও কমেছে লেনদেন

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৫ দশমিক ৪০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৮৮ পয়েন্ট এবং ডিএসইএস সূচক দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২৩৪ দশমিক ৬৮ পয়েন্টে এবং এক হাজার ৩৬৯ দশমিক ৮৫ পয়েন্টে
যাযাদি রিপোর্ট
  ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দুটি বাদে বাকি তিন ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন দুই স্টকেই লেনদেন কমেছে। ডিএসইর লেনদেন কমে সাড়ে পাঁচশ কোটি টাকার ঘরে চলে এসেছে। আর সিএসইর লেনদেন কমে ৬ কোটি টাকার ঘরে এসেছে। ডিএসইতে ১৪১টি কোম্পানির শেয়ার দর কমেছে। ২৯টির বেড়েছে। সিএসইতে ৬০টি কোম্পানির শেয়ার দর কমেছে। ২৫টির বেড়েছে। উভয় শেয়ারবাজারে বেড়েছে বিক্রির চাপ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৫৫৩ কোটি ১৯ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৮০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৫ দশমিক ৪০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৮৮ পয়েন্ট এবং ডিএসইএস সূচক দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২৩৪ দশমিক ৬৮ পয়েন্টে এবং এক হাজার ৩৬৯ দশমিক ৮৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪১টি এবং কমেছে ২৯টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৬৮টির। এদিন ডিএসইতে জেনেক্স ইনফোসিসের শেয়ার কেনাবেচা বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন জেনেক্স ইনফোসিস ৫৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশন ৫৪ কোটি ১৪ লাখ টাকা, শাইনপুকুর সিরামিক ৩৪ কোটি ৮৯ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৩৪ কোটি ৯ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ৩১ কোটি ৫৬ লাখ টাকা, সি পার্ল বিচ ২২ কোটি ৭১ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ১৯ কোটি ৭৯ লাখ টাকা, বসুন্ধরা পেপার ১৪ কোটি ৫৫ লাখ টাকা, আমরা নেটওয়ার্ক ১৪ কোটি ২০ লাখ টাকা এবং জেমিনি সি ১৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন হাউজিং, সি পার্ল বিচ, ওরিয়ন ফার্মা, জেনেক্স ইনফোসিস, সামিট অ্যালায়েন্স পোর্ট, সোনালি আঁশ, মেঘনা লাইফ ইন্সু্যরেন্স, শাইনপুকুর সিরামিক ও বসুন্ধরা পেপার।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- প্রগতি লাইফ ইন্সু্যরেন্স, রূপালী লাইফ ইন্সু্যরেন্স, ইস্টার্ন ক্যাবলস, পপুলার লাইফ ইন্সু্যরেন্স, হাওয়া ওয়েল টেক্সটাইল, ই-জেনারেশন, এশিয়া ইন্সু্যরেন্স, বিডি থাই ফুড, যমুনা ওয়েল ও জেমিনী সি ফুড।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার লেনদেন হয়েছে ৬ কোটি ১৫ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস সোমবার ৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৫টি, কমেছে ৬০টি এবং অপরিবর্তিত ছিল ৫৫টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৫ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৪০ দশমিক ২৪ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১১ দশমিক ১৬ পয়েন্ট এবং সিএসসিএক্স সূচক ৩ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৩৭৪ দশমিক শূন্য ২ পয়েন্টে এবং ১১ হাজার ১১৪ দশমিক ৪৫ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৯০ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২৭ দশমিক ১৮ পয়েন্টে এবং ১ হাজার ১৬৯ দশমিক শূন্য ২ পয়েন্টে।

এদিন সিএসইতে শাইনপুকুর সিরামিকের শেয়ার কেনাবেচা সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন শাইনপুকুর সিরামিক ১ কোটি ৪১ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে সি পার্ল বিচ ৭৬ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৭৩ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশন ৩৭ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ২৭ লাখ টাকা, বসুন্ধরা পেপার ২৬ লাখ টাকা, আইটিসি ২৫ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ১৫ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ১৫ লাখ টাকা এবং জেএমআই হসপিটাল ১১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে