বিডি অটোকারস উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
বিদ্যমান বাজার দরে নিজ কোম্পানির ৩৫ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন বিডি অটোকারস লিমিটেডের উদ্যোক্তা পরিচালক রেহমাত বানু। কোম্পানিটিতে তার ধারণকৃত শেয়ারের পরিমাণ ৩ লাখ ১৬ হাজার ৬০৬টি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগামী ৩০ কাযির্দবসের মধ্যে শেয়ার বিক্রির এ প্রক্রিয়া সম্পন্ন হবে। এদিকে, ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য ৩ শতাংশ নগদ ও ১২ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ায় কোম্পানিটিকে ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নিত করেছে ডিএসই কতৃর্পক্ষ। জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫২ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দঁাড়িয়েছে ৪ টাকা ৩০ পয়সা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) এর ইপিএস হয়েছে ৫০ পয়সা, যা এর আগের বছর একই সময়ে ছিল ১৭ পয়সা।