মাসরুর আরেফিন সিটি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বেসরকারি দি সিটি ব্যাংক সম্প্রতি মাসরুর আরেফিনকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নিবার্হী কমর্কতার্ (সিইও) পদে নিয়োগ দিয়েছে। তিনি গত তিন বছর ধরে একই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কমর্রত ছিলেন। গত রোববার কেন্দ্রীয় ব্যাংক তার এই নিয়োগে অনুমোদন প্রদান করে। মাসরুর আরেফিন ২০০৭ সালে রিটেইল ব্যাংকিংয়ের প্রধান হিসেবে সিটি ব্যাংকে যোগদান করেন। তিনি এ ব্যাংকের প্রধান পরিচালন কমর্কতার্ ও প্রধান যোগাযোগ কমর্কতার্ হিসেবেও কাজ করেন। বতর্মানে তিনি ব্যাংকের মালয়েশিয়াস্থ সাবসিডিয়ারি রেমিট্যান্স প্রতিষ্ঠান এবং এর মাচের্ন্ট ব্যাংক সাবসিডিয়ারির পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। মাসরুর আরেফিন তার ২৪ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে এএনজেড গ্রিন্ড লেজ ব্যাংক, স্ট্যান্ডাডর্ চাটার্ডর্ কাতার, আমেরিকান এক্সপ্রেস, সিটি ব্যাংক এন এ এবং ইস্টানর্ ব্যাংকে ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল, এসএমই, কাডর্স, অপারেশনস্ ও ডিজিটাল ব্যাংকিয়ে উচ্চপদে কাজ করেছেন। বাংলাদেশে আমেরিকান এক্সপ্রেস কাডর্ চালুর ক্ষেত্রে তিনি গুরুত্বপূণর্ ভূমিকা পালন করেন। মাসরুর ১৯৯৫ সালে এএনজেড গ্রিন্ড লেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কমর্জীবন শুরু করেন। একই ব্যাংকের অস্ট্রেলিয়ার প্রধান কাযার্লয়ে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০০৭ সালে শুরু হওয়া সিটি ব্যাংকের ‘পুনগর্ঠনে’ গুরুত্বপূণর্ ভূমিকা পালন করেন। বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র মাসরুর আরেফিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং মেলবোনের্র ভিক্টোরিয়া ইউনিভাসিির্ট থেকে এমবিএ সম্পন্ন করেন। তিনি ফ্রান্সের ইনসিয়াড বিজনেস স্কুলে উচ্চতর ব্যবস্থাপনায় কোসর্ করেছেন। তিনি ব্যাংকিং পেশার পাশাপাশি সাহিত্য জগতেও সমাদৃত। তার অনূদিত ‘ফ্রানৎসকাফকা গল্পসমগ্র’ ২০১৩ সালের ‘ব্র্যাক সমকাল সাহিত্য পুরস্কার’ ও বাংলা একাডেমি কতৃর্ক ‘বছরের সেরা প্রকাশনা’ পদক অজর্ন করে। ২০১৫ সালে তার অনূদিত ‘হোমারের ইলিয়াড’ও পাঠক মহলে প্রশংসিত হয়। বিজ্ঞপ্তি