ডিএসইতে লেনদেন কমেছে ৮ দশমিক ৪২ শতাংশ

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। কিন্তু কমেছে লেনদেনের পরিমাণ। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ৮ দশমিক ৪২ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক পযাের্লাচনা করে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, গত সপ্তাহে ডিএসইতে ৫ কাযির্দবসে লেনদেন হয়েছে ৪ হাজার ৮২৭ কোটি ৭৪ লাখ ৪১ হাজার ২৭১ টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৫ হাজার ২৭১ কোটি ৬৮ লাখ ৩ হাজার ৮৮৮ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৪৪৩ কোটি ৯৩ লাখ ৬২ হাজার ৬১৭ টাকা বা ৮ দশমিক ৪২ শতাংশ। গেল সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির শেয়ারের লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে কমেছে লেনদেনের পরিমাণ। আলোচ্য সময়ে ডিএসইর মোট লেনদেনে ‘এ’ ক্যাটাগরির শেয়ারের দখলে ছিল ৯০ দশমিক ২৩ শতাংশ। ‘এ’ ক্যাটাগরিতে শেয়ারের লেনদেন হয়েছে ৪ হাজার ৩৫৫ কোটি ৮৪ লাখ ৪৬ হাজার ২৭১ টাকার। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৪ হাজার ৭০৯ কোটি ৯ লাখ ৫৪ হাজার ৮৮৮ টাকা। লেনদেনে গেল সপ্তাহে ‘বি’ ক্যাটাগরির শেয়ারের অংশগ্রহন ছিল ৬ দশমিক ৬৯ শতাংশ। এসব শেয়ার লেনদেন হয়েছে ৩২২ কোটি ৯২ লাখ ৭৭ হাজার টাকা, আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৩৪৫ কোটি ৩১ লাখ ৩৯ হাজার টাকা। সদ্য শুরু হওয়া নতুন কোম্পানির শেয়ারের লেনদেন আগের সপ্তাহের চেয়ে কমেছে। ডিএসইর মোট লেনদেনে ‘এন’ ক্যাটাগরির অংশগ্রহন ছিল ১ দশমিক ৯১ শতাংশ। এসব শেয়ারের লেনদেন হয়েছে ৯২ কোটি ২১ লাখ ২৪ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৩৫ কোটি ৬৪ লাখ ৫৩ হাজার টাকা। ডিএসইর লেনদেনে গেলো সপ্তাহে ‘জেড’ ক্যাটাগরির দখলে ছিল ১ দশমিক ১৮ শতাংশ। এসব শেয়ারের লেনদেনের পরিমাণ দঁাড়িয়েছে ৫৬ কোটি ৭৫ লাখ ৯৪ হাজার টাকা, আগের সপ্তাহে এসব শেয়ারের লেনদেন হয়েছে ৮১ কোটি ৬২ লাখ ৫৭ হাজার টাকা।