ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে আল-হাজ টেক্সটাইল

প্রকাশ | ১৯ মার্চ ২০২৩, ০০:০০

অর্থ-বাণিজ্য ডেস্ক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২ থেকে ১৬ মার্চ) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচু্যয়াল ফান্ডগুলোর মধ্যে আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় মিউচু্যয়াল ফান্ডটি ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে। তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারের ক্লোজিং দাম ছিল ১৭৩.৭০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম বেড়ে দাঁড়ায় ১৯৪.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ২০.৬০ টাকা বা ১১.৮৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠেছে। ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিটি জেনারেল ইন্সু্যরেন্সের ৯.১২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালে ৮ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৭.০৪ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ৬.৬৩ শতাংশ, ইউনিলিভার কনজিউমার কেয়ারের ৪.৮৬ শতাংশ, রংপুর ডেইরি এন্ড ফুডের ৩.৮১ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ২.১৭ শতাংশ, এআইবিএল মুদারাবা পারপেচু্যয়াল বন্ডের ২.০২ শতাংশ এবং ফাইন ফুডসের ১.২৩ শতাংশের শেয়ারের দাম বেড়েছে।