বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি ব্যাংক এশিয়ার

প্রকাশ | ২০ মার্চ ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক
রপ্তানিমুখী ও উৎপাদনকারী শিল্প কারখানায় সবুজায়ন এবং টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গঠিত ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের অধীনে একটি 'অংশগ্রহণমূলক চুক্তি' স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের উপস্থিতিতে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক জনাব চৌধুরী লিয়াকত আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ১৬ মার্চ বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাঈদুর রহমান ও নির্বাহী পরিচালক জনাব মো. খুরশীদ আলম উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি