শেয়ারবাজার

উভয় স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে

প্রকাশ | ২২ মার্চ ২০২৩, ০০:০০

যাযাদি রিপোর্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সবগুলো সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। সামান্য পরিমাণে বেড়েছে লেনদেন। সূচকের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সেখানেও বেড়েছে লেনদেনের পরিমাণ। বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার ডিএসইতে ৩৪৯ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৪৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২২২ দশমিক ৯০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৮০ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৫ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২২০ দশমিক ৬১ পয়েন্টে এবং ১ হাজার ৩৫৫ দশমিক ৮৪ পয়েন্টে। এ দিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৭টি এবং কমেছে ১৪টির। শেয়ার পরিবর্তন হয়নি ২২৪টির। এ দিন ডিএসইতে সি পার্ল বিচের শেয়ার লেনদেন সবচেয়ে বেশি ছিল। এ দিন সি পার্ল বিচ ৩০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এ দিন অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশন ২১ কোটি ৩৫ লাখ টাকা, শাইনপুকুর ২০ কোটি ৫৪ লাখ টাকা, অলিম্পিক ১৭ কোটি ১১ লাখ টাকা, রূপালী লাইফ ইন্সু্যরেন্স ১৩ কোটি ৫ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ১২ কোটি ৫৫ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ১১ কোটি ৬৪ লাখ টাকা, এডিএন টেলিকম ১১ কোটি ৫৭ লাখ টাকা, সোনালি পেপার ১১ কোটি ১৯ লাখ টাকা এবং আরডি ফুড ১০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- লিগ্যাসি ফুটওয়্যার, ওরিয়ন ইনফিউশন, হাক্কানী পাল্প, মেট্রো স্পিনিং, ইউনিয়ন ক্যাপিটাল, প্রগতী লাইফ ইন্সু্যরেন্স, ইন্ট্রাকো রিফুয়েলিং, শাইনপুকুর সিরামিক, ইস্টার্ন হাউজিং ও প্রাইম লাইফ ইন্সু্যরেন্স। দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- রেনউইক যজ্ঞেশ্বর, ব্যাংক এশিয়া, আরডি ফুড, যমুনা অয়েল, সোনার বাংলা ইন্সু্যরেন্স, পাইওনিয়ার ইন্সু্যরেন্স, ডেল্টা লাইফ ইন্সু্যরেন্স, এডিএন টেলিকম, রূপালী ইন্সু্যরেন্স ও আনলিমা ইয়ার্ন। অপর শেয়ারবাজার সিএসইতে মঙ্গলবার লেনদেন হয়েছে ১২ কোটি ২৯ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস সোমবার ৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এ দিন সিএসইতে লেনদেন হওয়া ১৫৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫০টি, কমেছে ১২টি এবং পরিবর্তন হয়নি ৯৫টির। এ দিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৫৭ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৮২ দশমিক ৪২ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ২ দশমিক শূন্য ৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৪১ দশমিক ৬৬ পয়েন্ট, সিএসসিএক্স ৩৪ দশমিক ৮০ পয়েন্ট এবং সিএসআই ৩ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২৪ দশমিক ৩৭ পয়েন্টে, ১৩ হাজার ৩৭৬ দশমিক ৯৫ পয়েন্টে, ১১ হাজার ২০ দশমিক ৪৬ পয়েন্টে এবং ১ হাজার ১৫৯ দশমিক ৫৫ পয়েন্টে। এ দিন সিএসইতেও সি পার্ল লেনদেনে শীর্ষে ছিল। এ দিন সি পার্ল বিচ ১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এ দিন অন্য কোম্পানিগুলোর মধ্যে আরডি ফুড ১ কোটি ২৮ লাখ টাকা, ই-জেনারেশন ১ কোটি ৪ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ৮৭ লাখ টাকা, শাইনপুকুর ৬৬ লাখ টাকা, আইডিএলসি ৬১ লাখ টাকা, লঙ্কাবাংলা ফাইন্যান্স ৫৬ লাখ টাকা, আইসিআইসিএল ৪৩ লাখ টাকা এবং বসুন্ধরা পেপার ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।