রমজানে শেয়ারবাজারে লেনদেন ১০টা থেকে দেড়টা

প্রকাশ | ২২ মার্চ ২০২৩, ০০:০০

যাযাটি রিপোর্ট
পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের উভয় স্টক এক্সচেঞ্জ লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত চলবে। পবিত্র রমজান মাস উপলক্ষে স্টক এক্সচেঞ্জগুলোর অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে। তবে লেনদেন সকাল ১০টায় শুরু হবে। এর মধ্যে দুপুর ১:২০টা পর্যন্ত চলবে এবং পোস্ট ক্লোজিং সেশন থাকবে ১টা ২০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত। রমজান মাস এবং ঈদুল ফিতরের ছুটির পর যথারীতি স্টক এক্সচেঞ্জের অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত খোলা থাকবে এবং লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এর মধ্যে ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন চলবে।