ঘরে বসেই ব্যাংক হিসাব খোলার সুযোগ প্রাইম ডিজিতে

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘প্রাইম ডিজি’ নামের নতুন সঞ্চয়ী হিসাবের উদ্বোধন করেন প্রাইম ব্যাংকের ঊধ্বর্তন কমর্কতার্রা
ব্যাংক হিসাব খোলার মতো জটিল প্রক্রিয়াকে সহজ করে ঘরে অনলাইনে বসেই ব্যাংক হিসাব খোলাসহ যাবতীয় ব্যাংকিং সুবিধা চালু করেছে প্রাইম ব্যাংক। ব্যাংকটির ‘প্রাইম ডিজি’ নামের নতুন সঞ্চয়ী হিসাবে থাকছে ফ্রি ডেবিট কাডর্, বধির্ত লেনদেন ও ফ্রি ইন্টারনেট ব্যাংকিংসহ বিভিন্ন সুবিধা। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই সেবার উদ্বোধন করেন ব্যাংকের ঊধ্বর্তন কমর্কতার্রা। সম্পূণর্ অনলাইন ভিত্তিক এই সেবায় গ্রাহককে স্বশরীরে কোন শাখায় গিয়ে টাকা জমা দিতে হবে না বা কোন ধরনের কাগজ পত্র প্রদান করতে হবে না। ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে ফরম পূরণ করে একাউন্ট খোলা এবং টাকা জমা দেওয়া যাবে এ পদ্ধতিতে বলে জানানো হয় অনুষ্ঠানে। প্রধান অতিথির বক্তব্যে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিবার্হী কমর্কতার্ রাহেল আহমেদ বলেন, বতর্মান যুগের গ্রাহকরা ব্যাংকের কাছে আসতে চায় না। ব্যাংককেই গ্রাহকের কাছে সেবা নিয়ে যেতে হয়। চাহিদা অনুযায়ী ব্যাংকিং সেবাকে সহজ করতেই তাদের এই যুগান্তকারী উদ্যোগ। মুদ্রানীতিতে বেসরকারি ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অজর্ন হবে কিনা এমন প্রশ্নের জবাবে ব্যবস্থাপনা পরিচালক বলেন, ব্যক্তিগতভাবে তিনি মনে করেন এ লক্ষ্যমাত্রা অজর্ন হবে। গত বছর জাতীয় নিবার্চন থাকায় ব্যবসায়ীরা ঋণ গ্রহণ থেকে বিরত ছিলেন। তবে তিনি আশা করেন, এ বছরে নিধাির্রত বেসরকারি ঋণের প্রবৃদ্ধি অজর্ন হবে। তিনি বলেন, পুরো বিশ্ব ডিজিটালাইজেশন হওয়ার পথেই হাটছে প্রাইম ব্যাংক। আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতেই প্রাইম ডিজি সঞ্চয়ী হিসাবটি চালু করা হয়েছে। রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান এএনএম মাহফুজ জানান, প্রাইম ডিজি নামের এই হিসাবটি একটি সঞ্চয়ী হিসাব। এর মাধ্যমে হিসাব খোলার জন্য প্রাথমিক জমার কোনো প্রয়োজন নেই। পাশাপাশি থাকবে ফ্রি ডেবিট কাডর্ সেবা, ইন্টারনেট ব্যাংকিং, ব্যালেন্স এনকোয়ারি, হিসাব বিবরণী ট্রান্সফার, ফান্ড ট্রান্সফার, ক্রেডিট কাডের্র বিল পরিশোধ, ইউটিলিটি বিল পরিশোধ, মোবাইল রিচাজর্, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ, লেনদেনের বৃত্তান্ত। প্রথম চেক বই ফ্রি, আরটিজিএস ও বিএফডিএন এর সুবিধা এবং জমা স্থিতির ওপর সুদও প্রদান করা হবে বলে জানান তিনি। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম রাব্বীসহ ব্যাংকের ঊধ্বর্তন কমর্কতার্রা।