৫ কোম্পানির শেয়ারের দরবৃদ্ধি অস্বাভাবিক

প্রকাশ | ১৫ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিক হারে বাড়ছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় । এগুলো হলো- ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস, স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সাফকো স্পিনিং মিলস্? এবং অ্যাডভেন্ট ফামার্। ১৯ জুন থেকে ১১ জুলাই পযর্ন্ত ফিনিক্স ফাইন্যান্সের শেয়ারদর ৩০ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে ৩৬ টাকা ৭০ পয়সায় পৌঁছায়। অথার্ৎ ১৬ কাযির্দবসে কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৩০ পয়সা বা ২১ শতাংশ বেড়েছে। ৩ জুলাই থেকে ১১ জুলাই পযর্ন্ত স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ২৪ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ২৯ টাকা ৬০ পয়সায় পৌঁছায়। অথার্ৎ ৬ কাযির্দবসে কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ১০ পয়সা বা ২১ শতাংশ বেড়েছে। ৩ জুলাই থেকে ১১ জুলাই পযর্ন্ত মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৪৩ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ৫৩ টাকা ৪০ পয়সায় পৌঁছায়। অথার্ৎ ৬ কাযির্দবসে কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৭০ পয়সা বা ২২ শতাংশ বেড়েছে। ১৯ জুন থেকে ১১ জুলাই পযর্ন্ত সাফকো স্পিনিং মিলসের শেয়ার দর ১৭ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে ২০ টাকা ৪০ পয়সায় পৌঁছায়। অথার্ৎ ১৬ কাযির্দবসে কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা বা ১৭ শতাংশ বেড়েছে। ৩ জুলাই থেকে ১১ জুলাই পযর্ন্ত অ্যাডভেন্ট ফামার্ লিমিটেড শেয়ার দর ৩১ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ৪০ টাকা ১০ পয়সায় পৌঁছায়। অথার্ৎ ৬ কাযির্দবসে কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ২০ পয়সা বা ২৬ শতাংশ বেড়েছে। পাঁচ কোম্পানির শেয়ারদর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলে এর কারণ জানতে চেয়ে নোটিস দেয় ডিএসই। কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ারদর এভাবে বাড়ার জন্য তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।