জেনেক্স ইনফোসিসের লেনদেন ৬ ফেব্রæয়ারি

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
৬ ফেব্রæয়ারি দেশের উভয় স্টক এক্সচেঞ্জে জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে। লেনদেন কোড নিধাির্রত হয়েছে জেনেক্সআইএল। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। ১৯ থেকে ২৯ নভেম্বর পযর্ন্ত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) চঁাদা গ্রহণ করে তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানিটি। এর আগে ৬৫৬তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদনের পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জানায়, ১০ টাকা অভিহিত মূল্যে দুই কোটি সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ২০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে জেনেক্স ইনফোসিস। এ অথর্ কোম্পানির কল সেন্টার ব্যবসা সম্প্রসারণ, আংশিক ঋণ পরিশোধ ও আইপিও প্রক্রিয়ার ব্যয় নিবাের্হ খরচ করা হবে। পুনমূর্ল্যায়ন ছাড়া ২০১৭ সালের ৩০ জুন জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দঁাড়িয়েছে ১৩ টাকা ৯৬ পয়সা। ভারিত গড়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দঁাড়িয়েছে ১ টাকা ৮৯ পয়সা। বিএসইসি আরও জানায়, জেনেক্স ইনফোসিসের একটি সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে, যার ৯৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ার তাদের হাতে। ২০১৫ সালে অনলাইন বিজ্ঞাপন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রিন অ্যান্ড রেড টেকনোলজিস নামের কোম্পানিটি অধিগ্রহণ করে তারা। সাবসিডিয়ারিটির প্রতিবেদনসহ হিসাব করলে ২০১৭ সালের ৩০ জুন কোম্পানির সম্মিলিত এনএভিপিএস দঁাড়ায় ১৩ টাকা ৯৭ পয়সা। ইপিএসের ভারিত গড় ২ টাকা ২ পয়সা। জেনেক্স ইনফোসিসের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড। জানা গেছে, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ উদ্যোক্তাদের গড়া জেনেক্স ইনফোসিস দেশের শীষর্স্থানীয় একটি বিপিও (বিজনেস প্রসেস আউটসোসির্ং) প্রতিষ্ঠান। যুক্তরাজ্যভিত্তিক আইপিই গ্রæপের সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্ব রয়েছে তাদের।