হাজার কোটি টাকার তহবিল চান পোলট্রি খামারিরা

প্রকাশ | ২৫ এপ্রিল ২০২৩, ০০:০০

অর্থ-বাণিজ্য ডেস্ক
কয়েক দফা ব্রয়লার মুরগির দাম বাড়লেও ন্যায্যমূল্য না পাওয়ার অভিযোগ প্রান্তিক খামারিদের। ক্ষতির মুখে পড়ায় এরই মধ্যে অনেক খামার বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় মুরগির বাজার স্থিতিশীল রাখতে ১ হাজার কোটি টাকার তহবিল চেয়েছেন প্রান্তিক খামারিরা। প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তহবিলের দাবি জানিয়েছে। বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি সুমন হাওলাদার বলেন, বর্তমানে সারা দেশে ৬০ হাজার খামার টিকে আছে। এরই মধ্যে যেসব খামারি লোকসানে ব্যবসা ছেড়েছেন, তাদের ব্যবসায় ফিরিয়ে আনতে হলে সহজ শর্তে ঋণসুবিধা দিতে হবে। সে জন্য ১ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব করেছে বিপিএ। সংগঠনটি বলছে, দেশের প্রান্তিক পর্যায়ের খামারিরা গড়ে ১০ লাখ টাকার ঋণে রয়েছেন। তাতে এ খাতের খামারিদের ঋণের পরিমাণ প্রায় ১৬ হাজার কোটি টাকা। এ ঋণ পরিশোধে তহবিল সুবিধা চেয়েছে সংগঠনটি। পাশাপাশি তারা পোলট্রি বোর্ড গঠনেরও দাবি জানায়।