লজিস্টিকস পারফরম্যান্স সূচকে ১২ ধাপ এগিয়েছে বাংলাদেশ

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৩, ০০:০০

অর্থ-বাণিজ্য ডেস্ক
বিশ্ব ব্যাংকের লজিস্টিকস পারফরম্যান্স সূচকে বাংলাদেশের উন্নতি হয়েছে। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৮৮তম। এর আগে ২০১৮ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। এ ক্ষেত্রে বাংলাদেশের ১২ ধাপ উন্নতি হয়েছে। ১৩৯ দেশকে নিয়ে এই তালিকা করা হয়েছে। এই সূচক বিভিন্ন দেশকে ট্রেড লজিস্টিকসে তাদের দক্ষতার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ এবং সুযোগগুলোকে চিহ্নিত করা ও তাদের কর্মক্ষমতা উন্নত করতে তারা কী কী করতে পারে তা চিহ্নিত করতে সাহায্য করে। তালিকায় এ বছর প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর ও দ্বিতীয় ফিনল্যান্ড। যৌথভাবে তৃতীয় স্থানে আছে ডেনমার্ক, জার্মানি ও নেদারল্যান্ডস। যদিও ২০১৮ সালে এই সূচকের প্রথম স্থানে ছিল জার্মানি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল যথাক্রমে সুইডেন ও বেলজিয়াম। চলতি বছর এই তালিকায় বড় পরিবর্তন চোখে পড়েছে। এদিকে তালিকায় ৪৪ থেকে ৩৮তম অবস্থানে উঠে এসেছে ভারত। লজিস্টিকস পারফরম্যান্স সূচকে ৬ ধাপ উপরে উঠে এলো দেশটি। সম্প্রতি অবকাঠামো শিল্প ও টেকনোলজির পাশাপাশি আমদানি-রপ্তানির ক্ষেত্রে উন্নতির কারণে ভারত এগিয়ে বলে মনে করা হচ্ছে। ১৩৯ দেশের মধ্যে এই তালিকায় ২০১৮ সালে ভারত ৪৪ নম্বরে ছিল। সেখান থেকে ৬ ধাপ এগিয়ে বিশ্বব্যাংকের এই তালিকায় ভারত এখন ৩৮ নম্বরে। এদিকে মুক্ত বাণিজ্য চুক্তির ক্ষেত্রে ১১ দেশের সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নিক্কেই এশিয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। কারণ বাংলাদেশ বিশ্বের বেশ কিছু দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে এতদিন যে অগ্রাধিকারমূলক শুল্ক ছাড় পেয়ে আসছিল তার মেয়াদ আগামী তিন বছরের মধ্যে শেষ হবে।