সূচক বাড়লেও কমেছে লেনদেন

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
টানা তিন কাযির্দবস দরপতনের পর সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। মূল্যসূচক বাড়লেও ডিএসইতে যে পরিমাণ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ও কমেছে, এর থেকে বেশি। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের কাযির্দবসের তুলনায় বেড়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৫৬টি, আর অপরিবতির্ত রয়েছে ৪২টির দাম। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৬ পয়েন্ট বেড়ে পঁাচ হাজার ৮২৮ পয়েন্টে দঁাড়িয়েছে। ডিএসইর অপর দুটি মূল্যসূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে দুই হাজার ১৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় সাত পয়েন্ট বেড়ে এক হাজার ৩১৯ পয়েন্টে দঁাড়িয়েছে। মূল্যসূচকের উত্থান হলেও ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। বাজারটিতে দিনভর লেনদেন হয়েছে ৮৮৯ কোটি পঁাচ লাখ টাকা। আগের কাযির্দবসে লেনদেন হয় ৯৮৪ কোটি ২১ লাখ টাকা। সে হিসাবে, আগের কাযির্দবসের তুলনায় লেনদেন কমেছে ৯৫ কোটি ১৬ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশনের শেয়ার। কোম্পানিটির ৬০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন কেবলসের ৩৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৮ কোটি পঁাচ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি। লেনদেনে এরপর রয়েছে সিঙ্গার বাংলাদেশ, মেঘনা পেট্রোলিয়াম, বারাকা পাওয়ার, মুন্নু সিরামিক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, গ্রামীণফোন এবং পাওয়ার গ্রিড।