অনুমোদন পেল কণর্ফুলী ড্রাই ডক বিশেষ অথৈর্নতিক অঞ্চল

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
কণর্ফুলী ড্রাই ডক বিশেষ অথৈর্নতিক অঞ্চল লিমিটেডকে চ‚ড়ান্ত লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ অথৈর্নতিক অঞ্চল কতৃর্পক্ষ (বেজা)। গত ৭ ফ্ব্রেæয়ারি সোনারগঁাও হোটেলের বলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ লাইসেন্স প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কাযার্লয়ের আওতায় জাতীয় দক্ষতা উন্নয়ন কতৃর্পক্ষের নিবার্হী চেয়ারম্যান এবং সরকারের ভারপ্রাপ্ত সচিব মো. ফরুক হোসেন, চট্টগ্রাম চেম্বার অব কমাসর্ অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মো. মাহবুবুল আলম। লাইসেন্স প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআইডবিøউটিসির চেয়ারম্যান কমোডর মুজাম্মেল হক, লে. জেনারেল আনোয়ার হোসেন (অব.) এবং কণর্ফুলী ড্রাই ডক স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেপজার নিবার্হী চেয়ারম্যান পবন চৌধুরী। এই ডাই ডকটি হবে প্রায় ১ লক্ষ ডিডবিøউটি উচ্চমতাসম্পন্ন। এই অথৈর্নতিক অঞ্চলটি হবে শিপবিল্ডিং এবং জাহাজ রক্ষণাবেক্ষণ খাতে দেশের সবর্ প্রথম বিশেষায়িত অথৈর্নতিক অঞ্চল। বিজ্ঞপ্তি