মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ও সোনালী ব্যাংকের মধ্যে চুক্তি

প্রকাশ | ৩১ মে ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক
গত ২৯ মে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি'র সম্মেলন কক্ষে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ও সোনালী ব্যাংক পিএলসি এর মধ্যে 'ই-পেমেন্ট চুক্তি স্বাক্ষর এবং কিউআর কোড সংবলিত সনদ প্রদান কার্যক্রম' উদ্বোধন বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উলস্নাহ প্রধান অতিথি হিসেবে 'ই-পেমেন্ট সিস্টেমের চুক্তি স্বাক্ষর এবং কিউআর কোড সংবলিত সনদ প্রদান' কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম, সভাপতি হিসেবে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি'র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউলস্নাহ এবং শীর্ষ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর নির্বাহী পরিচালক ও অথরিটি'র অন্য কর্মকর্তারা ছিলেন। বিজ্ঞপ্তি