লেনদেন বাড়লেও সূচক কমেছে পুঁজিবাজারে

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
লেনদেন বাড়লেও মূল্যসূচক কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে। সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯০১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের এই অংক আগের দিনের চেয়ে ১৮২ কোটি ২৬ লাখ টাকা বেশি। সোমবার এই বাজারে ৭১৯ কোটি ১৩ লাখ টাকা লেনদেন হয়েছিল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার ২৯ কোটি ৮১ লাখ টাকা লেনদেন হয়েছে। যা সোমবারের চেয়ে ৮ কোটি ২৬ লাখ টাকা বেশি। মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৩১ দশমিক ৯৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ০৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩০৯ পয়েন্টে। আর ডিএস৩০ ৩ দশমিক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯৯ পয়েন্টে। সিএসইর সাবির্ক সূচক সিএএসপিআই ২০ দশমিক ৪২ পয়েন্ট কমে দঁাড়িয়েছে ১৭ হাজার ৫৫৪ পয়েন্টে।