মাকের্ন্টাইল ব্যাংক ও এফডিএস বাংলাদেশ চুক্তি

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মাকের্ন্টাইল ব্যাংক লিমিটেড স¤প্রতি ফরট্রেস ডাটা সাভিের্সসের (এফডিএস বাংলাদেশ লি.) সঙ্গে টেমেনস টি২৪-এর সবার্ধুনিক ডাটা প্ল্যাটফমর্ জ১৮ ঞঅঋঔ ভাসের্ন রিইমপ্লিমেন্টেশনের জন্য স¤প্রতি ব্যাংকের প্রধান কাযার্লয়ে একটি চুক্তি স্বাক্ষর করে। এ চুক্তির ফলে মাকের্ন্টাইল ব্যাংক গ্রাহকদের বড় পরিসরে আরও উন্নত এবং সহজতর ডিজিটাল ব্যাংকিং সেবা দিতে পারবে। মাকের্ন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এ. কে. এম সাহিদ রেজা, নিবার্হী কমিটির চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন), মাকের্ন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. আমানুল্লাহ, অডিট কমিটির চেয়ারম্যান ড. মাহমুদ ওসমান ইমাম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিবার্হী কাজী মসিহুর রহমান, ফরট্রেসের ব্যবস্থাপনা পরিচালক রাজু মোহন দুরিয়ানি এবং চিফ অপারেটিং অফিসার রায়হান উদ্দিন সরকার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী ও মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক জি ডবিøউ এম মোতর্জা, মো. জাকির হোসাইন ও আদিল রায়হান, এসইভিপি ও সিটিও এ কে এম আতিকুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊধ্বর্তন নিবার্হী ও কমর্কতার্রাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি