গাড়ি নিমার্তা প্রতিষ্ঠান ফোডের্র সতকর্তা

ভয়াবহ হতে পারে চুক্তিবিহীন ব্রেক্সিট

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
বহুদিন ধরে ফোডর্ ‘কঠোর ব্রেক্সিটের’ বিরুদ্ধে যুক্তরাজ্যকে সতকর্ করে আসছে ছবি : ইন্টারনেট
যুক্তরাজ্যে ম্যানুফ্যাকচারিং কাযর্ক্রমে চুক্তিবিহীন ব্রেক্সিটের প্রভাব ভয়াবহ হতে পারে বলে জানিয়েছে গাড়ি নিমার্তা ফোডর্। একই সঙ্গে নিজেদের ব্যবসা টিকিয়ে রাখতে যা করা প্রয়োজন, তা-ই করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসি। যুক্তরাজ্যে গাড়ি নিমার্ণ থেকে সরে আসছে ফোডর্, এমন খবর প্রকাশ হওয়ার পরই চুক্তিবিহীন ব্রেক্সিট নিয়ে এ মন্তব্য করল প্রতিষ্ঠানটি। যদিও দ্য টাইমসের প্রতিবেদন বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ফোডর্। তবে প্রতিষ্ঠানটি জানায়, তারা বহুদিন ধরে ‘কঠোর ব্রেক্সিটের’ বিরুদ্ধে যুক্তরাজ্যকে সতকর্ করে আসছে। চুক্তিবিহীন ব্রেক্সিট নিয়ে সতকর্ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবের্শষ হলো গাড়ি নিমার্তা ফোডর্। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ‘এ ধরনের পরিস্থিতি যুক্তরাজ্যের গাড়ি শিল্প এবং ফোডের্র কাযর্ক্রমের জন্য ভয়াবহ হবে। ইউরোপে প্রতিযোগিতায় টিকে থাকতে যে ধরনের পদক্ষেপ প্রয়োজন আমরা তা-ই করব।’ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিসা মে দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গে ফোনে আলাপ করেছেন। টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ফোন আলাপে টেরিসা মেকে ফোডর্ জানিয়েছে, তারা যুক্তরাজ্যের বাইরে বিকল্প কারখানা নিমাের্ণর বিষয়টি বিবেচনা করছে। টাইমস জানায়, টেরিসা মে নিশ্চিত করেছেন, যেসব প্রতিষ্ঠান চুক্তিবিহীন ব্রেক্সিটের কারণে ক্ষতিগ্রস্ত হবে, তাদের আথির্ক সহায়তা দেয়ার প্রস্তুতি গ্রহণ করছে সরকার। যদিও এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন মে। টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অন্যান্য প্রতিষ্ঠানও ফোডের্র মতো একই ধরনের সতকর্তা জানিয়েছে। ব্রেক্সিট নিয়ে সবের্শষ গাড়ি নিমার্তা হিসেবে সতকর্তা জানাল ফোডর্। গত সপ্তাহে নিশান জানিয়েছে, মূলত ব্রেক্সিট অনিশ্চয়তার কারণে তারা সান্ডারল্যান্ডে আর এক্স-ট্রেইল গাড়ি নিমার্ণ করছে না। গত মাসে যুক্তরাজ্যের শীষর্ গাড়ি নিমার্তা জাগুয়ার ল্যান্ড রোভার জানায়, তারা যুক্তরাজ্যে ৪ হাজার ৫০০ কমীর্ ছঁাটাই করতে পারে। কমীর্ ছঁাটাইয়ের পেছনে ভ‚-রাজনৈতিক ইস্যু, নিয়ন্ত্রণ-সংক্রান্ত ঝামেলা এবং ব্রেক্সিট অনিশ্চয়তাকে দায়ী করেছে প্রতিষ্ঠানটি। আরেক শীষর্ গাড়ি নিমার্তা টয়োটাও যুক্তরাজ্য সরকারকে চুক্তিবিহীন ব্রেক্সিট এড়ানোর আহŸান জানিয়েছে।