২ সিকিউরিটিজ হাউসকে ৫ লাখ টাকা জরিমানা

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুই ব্রোকারেজ হাউস সাদ সিকিউরিটিজ ও সালতা ক্যাপিটালকে বেশকিছু সিকিউরিটিজ আইন ভঙের দায়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির নিবার্হী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাদ সিকিউরিটিজ লিমিটেডের সমন্বিত গ্রাহক হিসেবে গত বছরের ৩১ মে পযর্ন্ত ৩ কোটি ৯০ লাখ ১৯ হাজার ৬২০ টাকা ঘাটতি পাওয়া গেছে। তাছাড়া ক্যাশ হিসেবে মাজির্ন ঋণ সুবিধা প্রদান করা, পরিচালকদের ঋণ সুবিধা প্রদান, বিনিয়োগকারীকে নিট ক্যাপিটাল ব্যালান্সের (৩ মাসের) ২৫ শতাংশের অতিরিক্ত মাজির্ন ঋণ প্রদান এবং গ্রাহকের কাছ থেকে ৫ লাখ টাকার বেশি নগদ গ্রহণের মাধ্যমে বিভিন্ন সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে প্রতিষ্ঠানটি। এ কারণে সিকিউরিটিজটিকে ২ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সালতা ক্যাপিটাল লিমিটেডের সমন্বিত গ্রাহক হিসেবে গত বছরের ৩১ মে পযর্ন্ত ৩ লাখ ২২ হাজার ৭০২ টাকা ঘাটতির পাশাপাশি অনুমোদিত প্রতিনিধির নামে বিও হিসাব খোলা, গ্রাহকের কাছ থেকে ৫ লাখ টাকার বেশি নগদ গ্রহণ, কমর্চারীর নামে হিসাব পরিচালনা ও ঋণ সুবিধা প্রদান, ক্যাশ হিসেবে মাজির্ন ঋণ সুবিধা প্রদান ও নন-মাজিের্নবল ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে মাজির্ন ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করা হয়েছে। এ কারণে কমিশন সিকিউরিটিজকে ৩ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।