পুঁজিবাজারে সূচক উত্থানের সঙ্গে বেড়েছে লেনদেন

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
বুধবার উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে উভয় শেয়ারবাজারে। তবে কমেছে অংশ নেয়া বেশির ভাগ শেয়ারের দর এবং আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৪৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩১২ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২ পয়েন্টে। ডিএসইতে আগের কার্যদিবস থেকে বেড়ে সর্বশেষ লেনদেন শেষে পরিমাণ দাঁড়িয়েছে ৬৮৪ কোটি ৪৮ লাখ ৯১ হাজার টাকায়। যা আগের দিন থেকে ৭৩ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬১১ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার টাকার। এ দিন ডিএসইতে ৩৪৫টি কোম্পানি ও মিউচু্যয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬ শতাংশ বা ১২৩টির, কমেছে ৪৯ শতাংশ বা ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫ শতাংশ বা ৫২টির। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫৭২ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৬টি কোম্পানি ও মিউচু্যয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।