রেনউইকের শেয়ার কেলেঙ্কারি ৩ ব্যক্তিকে সতর্ক করল বিএসইসি

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
তালিকাভুক্ত রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় ৩ ব্যক্তিকে সতর্কপত্র ইসু্য করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির ৬৭৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এ. এস শহিদুল হক, মো. মিজানুর রহমান এবং মো. আব্দুল ওহাব ভূঁইয়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ১৭(ব)(া) ভঙ্গ করেছ। ওই আইন ভঙ্গ করার কারণে কমিশন এ. এস শহিদুল হক, মো. মিজানুর রহমান এবং মো. আব্দুল ওহাব ভূঁইয়াকে সতর্কপত্র ইসু্য করার সিদ্ধান্ত নিয়েছে।