মূল বাজারে ফিরছে তিন কোম্পানি

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে ফিরছে তিন কোম্পানি। ২০ ফেব্রম্নয়ারি, বুধবার থেকে স্পট মার্কেটের পরিবর্তে মূল মার্কেটে হবে এ তিন কোম্পানির শেয়ারের কেনাবেচা। কোম্পানি তিনটি হচ্ছে- মুন্নু জুট স্টাফলার্স, মুন্নু সিরামিক ও স্টাইলক্রাফট। গত মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৭৬তম নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত বছরের ১৬ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি) মুন্নু জুট স্টাফলার্স, লিগ্যাসি ফুটওয়ার ও বিডি অটোকারের লেনদেন স্থগিত করে। পরবর্তীতে মুন্নু জুটের স্থগিতাদেশ তুলে নিয়ে কোম্পানিকে স্পট মার্কেটে পাঠানো হয়। একইদিনে মুন্নু সিরামিক, স্টাইলক্রাফট, কে অ্যান্ড কিউ, আজিজ পাইপ এবং ড্রাগন সোয়েটারকে মূল মার্কেট থেকে স্পট মার্কেটে পাঠিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে ড্রাগন সোয়েটারকে মূল মার্কেটে ফেরত পাঠানো হলেও বাকিগুলো স্পট মার্কেটেই রয়ে গিয়েছিল।