কার্বনেটেড পানীয় ব্যবসায় ফিরছে ফু-ওয়াং ফুড

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
একসময় বন্ধ করে দিলেও বর্তমানে আবার কার্বনেটেড পানীয়র ব্যবসা শুরু করতে যাচ্ছে ফু-ওয়াং ফুড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কার্বনেটেড পানীয়র নাম দেয়া হয়েছে 'ভোল্ট'। এ পণ্যের প্রচার ও প্রসারের জন্য রোড শো করছে কোম্পানিটি। ঢাকা থেকে শুরু হওয়া রোড শোটি ২৩ ফেব্রম্নয়ারি কক্সবাজার গিয়ে শেষ হবে। প্রতি মাসে প্রতিষ্ঠানটি ৪৮ হাজার ক্যারেট (১ ক্যারেট= ২৪ পিস, ২৫০ মিলি বোতল) পানীয় উৎপাদন করবে। চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ফু-ওয়াং ফুডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪০ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৩১ পয়সা। এদিকে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) এর ইপিএস দাঁড়ায় ২৩ পয়সায়, যা এর আগের বছরের একই সময়ে ছিল ১৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০১৮-এ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৩৩ পয়সা। ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। বার্ষিক ইপিএস ছিল ৬২ পয়সা। এর আগে ২০১৭ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় এ কোম্পানি। তখন ইপিএস ছিল ৬৯ পয়সা। ডিএসইতে ফু-ওয়াং ফুডস শেয়ারের সর্বশেষ দর ছিল ১৭ টাকা ১০ পয়সা। গত এক বছরে এর সর্বনিম্ন দর ছিল ১৩ টাকা ও সর্বোচ্চ দর ২৩ টাকা ৩০ পয়সা। এ কোম্পানির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ১১০ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকা ও রিজার্ভ ৯ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকা। এর মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৮ লাখ ৩৯ হাজার ২৮৫টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৫ দশমিক ৩৬ শতাংশ, প্রতিষ্ঠান ১২ দশমিক ১২, বিদেশি শূন্য দশমিক ২৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৮২ দশমিক ২৪ শতাংশ শেয়ার।