পাকিস্তানকে কৃষি যন্ত্রাংশ নির্মাণে সহায়তা করবে বেলারুশ

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
পাকিস্তানে যৌথভাবে ট্রাক্টরসহ অন্যান্য কৃষি যন্ত্রাংশ নির্মাণে সহায়তা করবে বেলারুশ। মঙ্গলবার বেলারুশের উপমন্ত্রী দিমিত্রি করশিক এ তথ্য জানান। খবর: ডন করশিক জানান, বেলারুশিয়ান ট্রাক্টর নির্মাণে দেশটি নতুন অংশীদার খুঁজছে এবং পাকিস্তানে কৃষি খাতে অংশীদারিত্ব বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। তিনি স্বীকার করেন, কৃষিতে পাকিস্তানের বিশাল সম্ভাবনা রয়েছে এবং কৃষি খাতে আধুনিকায়নের মাধ্যমে দেশটি লাভবান হতে পারে। পাকিস্তানের জাতীয় খাদ্যনিরাপত্তা ও গবেষণাবিষয়কমন্ত্রী মোহাম্মদ মেহবুব সুলতানের সঙ্গে সফররত বেলারুশের একটি প্রতিনিধিদলের বৈঠকে দ্বিপক্ষীয় বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বেলারুশের মন্ত্রী করশিক জানান, পূর্ব ইউরোপের দেশটি ফসল উত্তোলন ও অন্যান্য কৃষি যন্ত্রাংশ খাতে এমন প্রযুক্তি নিয়ে এসেছে, যা পাকিস্তানের কৃষি খাত উন্নয়নে সহায়তা করবে। পাকিস্তান ও বেলারুশ যৌথ কার্যনির্বাহী গ্রম্নপের পরবর্তী বৈঠক চলতি বছরের মাঝামাঝিতে অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের আগে কৃষি খাতে যৌথ উদ্যোগসংক্রান্ত বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনারও আয়োজন করবে দেশ দুটি।