দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৭১ শতাংশ, ফলে কোম্পানিটি উঠে আসে দরবৃদ্ধির তালিকার শীর্ষে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, এক মাসে শেয়ারটির দর ২৪৯ টাকা ২০ পয়সা থেকে ৩৬৩ টাকায় উঠে আসে। বুধবার মুন্নু সিরামিক শেয়ারের সর্বশেষ দর ৮ দশমিক ৭১ শতাংশ বা ২৯ টাকা ১০ পয়সা বেড়ে দাঁড়ায় ৩৬৩ টাকা ৩০ পয়সায়। দিনভর দর ৩৪০ টাকা থেকে ৩৬৩ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করে। সমাপনী দর ছিল ৩৬৩ টাকা, যা আগের কার্যদিবসে ছিল ৩৩৪ টাকা ২০ পয়সা। এদিন ৫ হাজার ৭৯৭ বারে এ কোম্পানির মোট ১৩ লাখ ১৪ হাজার ৬৯৪টি শেয়ারের লেনদেন হয়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ১২৬ টাকা ৮০ পয়সা এবং সর্বোচ্চ দর ৩৯৮ টাকা ৪০ পয়সা। জানা গেছে, মুন্নু সিরামিকের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকা করা হবে। এজন্য ৬ মার্চ সকাল ১০টায় ঢাকার ধামরাইয়ের ইসলামপুরে কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে। মুন্নু সিরামিক ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য ৩০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে। সমাপ্ত হিসাব বছরে এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১১ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৯১ টাকা ৪৬ পয়সা। চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) এ কোম্পানির ইপিএস হয়েছে ৮ টাকা ১৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৬৯ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) এর ইপিএস হয়েছে ৪ টাকা ৬৬ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৫০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০১৮-এর এনএভিপিএস দাঁড়িয়েছে ৯৯ টাকা ৫৯ পয়সা।